আঁঠারমাইলে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০২১ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, মে ৯, ২০২১

আঁঠারমাইলের মাগুরাঘোনায় বীর মুক্তিযোদ্ধা একেএম আতিয়ার রহমান মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, জেলা ডিপুটি কমান্ডার আতিয়ার রহমান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, আবুল কালাম মহিউদ্দীন ও এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য গত শনিবার দুপুরের দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান নিজ বাসভবনের দোতলার ছাদে আবর্জনা পরিষ্কার করার সময় নিজের অসাবধানতা বশতঃ পা পিছলে পড়ে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা