সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩, ২০২১ | আপডেট: ৯:৪৪:অপরাহ্ণ, মে ৩, ২০২১ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (৩ মে) সকালে সুন্দরবনের তেরকাটি নামক স্থান থেকে নিষিদ্ধ জাল ও বিষের বোতলসহ তাদের আটক করা হয়। বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন,সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের রাশিদুলের ছেলে ইসমাইল হোসেন (২৪) ও ইস্রাফিল (২২) এবং একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে হুসাইন (২২। স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ আরও জানান,সকালে সুন্দরবনের তেরকাটি এলাকায় অভিযান চালিয়ে বিষের বোতল, নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে শিকারকৃত মাছসহ তাদের আটক করা হয়। বন আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা: কনের পিতাকে জরিমানা, পালিয়েছে বর! সাতক্ষীরায় শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার