সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের উদ্বোধন প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১ | আপডেট: ১২:০২:পূর্বাহ্ণ, মে ৩, ২০২১ সাতক্ষীরায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে “সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের” উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ও সাতক্ষীরা ব্লাড ব্যাংকের তত্ত্বাবধায়নেসাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়াত। পরে সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে একজন অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। সাতক্ষীরা ব্লাড ব্যাংকের সিনিয়র উপদেষ্টা ও সরকারী কলেজের সহযোগি অধ্যাপক মুস্তাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার, খুলনা বিএল কলেজের সহকারি অধ্যাপক আবু তালেব, খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দীন সবুজ প্রমুখ। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সাতক্ষীরার এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার: অপহরনকারী আটক