তালায় হাইব্রিড জাতের ধান(তেজ গোল্ড) হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মে ৩, ২০২১ | আপডেট: ৯:৫৮:অপরাহ্ণ, মে ৩, ২০২১ তালায় হাইব্রিড জাতের ধান(তেজ গোল্ড) হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন সমলয়ে বোর হাইব্রিড জাতের ধান (তেজ গোল্ড) ব্লক প্রদর্শনীর ৫০ একর জমির ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন করা হয়েছে সাতক্ষীরা তালা উপজেলায়। সোমবার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে তালা উপজেলার মাহমুদপুর, মির্জাপুর, কুমিরা ব্লকে ফসল কর্তন করা হয়। হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা বেগমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, অধ্যক্ষ এনামুল হকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম জানান, হাইব্রিড জাতের ধান তেজ গোল্ড চাষ করে এবার ব্যাপক সফলতা এসেছে। এছাড়া এই হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যায় সহজে। তাই আমাদের প্রদর্শণী ব্লকে হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন করলাম। সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের