করোনায় মারা গেলেন ডুমুরিয়ার কৃতি সন্তান গাজী সালাম প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ | আপডেট: ২:২৯:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ গাজী সালাম। ফাইল ছবি খুলনার ডুমুরিয়ার চেচুড়ী গ্রামের কৃতি সন্তান ঢাকাস্হ মিরপুরের ইন্সস্টিটিউট অব সাইন্স ট্রেড এন্ড টেকনোলজির (আইএসটিটি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও, খুলনা খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও ডুমুরিয়ার আন্তর্জাতিক কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ গাজী আব্দুস সালাম(৫৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে তিনি ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম গাজী আব্দুস সালাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সপ্তাহ খানেক আগে ঢাকাস্হ শরমিতা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে তিনি লাইফ সাপের্টে ছিলেন । ২৭ এপ্রিল সকালে কর্তব্যরত চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও তিনটি কন্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর তারই হাতে গড়া মিরপুরের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইএসটিটি ক্যাম্পাসে নামাজের জানানা শেষে ক্যাম্পাসেই দাফন সম্পন্ন হয় বলে জানানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে ১২ বছরের শিশুর মৃত্যু ডুমুরিয়ার শোলমারী নদীতে পলি পড়ে সমতল ভুমিতে পরিণত