কেশবপুরে লকডাউন না মানায় ৬ ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২১ | আপডেট: ১০:১২:পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২১ যশোরের কেশবপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসায়ীকে ২ হাজার ১শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লকডাউনে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ম বর্হিভূতভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আব্দুল আজিজকে ২শ, আকরাম হোসেনকে ২শ, সঞ্জয় সাহাকে ৫শ, রুহুল কুদ্দুসকে ২শ, মামুন হোসেনকে ৫শ ও জাকির হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ