সাতক্ষীরায় বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পালাতক প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১ | আপডেট: ১:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১ সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা এলাকায় সম্পা বেগম (২২) নামে এক গৃহবধূ মারা গেছেন। তার স্বজনদের অভিযোগ, তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পা বেগম সাতক্ষীরা সদরের রাজনগর এলাকার বাবলু সরদারের মেয়ে। এঘটনার পরই তার স্বামী হবি সরদার (২৭) পালিয়েছেন বলে সম্পার স্বজনরা জানিয়েছেন। সম্পা বেগমের চাচতো ভাই আবুল কাশেম জানান, তার স্বামী হবি সরদার একজন মাদক কারবারি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে সম্পা অনেকদিন বাবার বাড়িতে ছিল। রোববার বিকালে সে তার স্বামীর বাসায় যায়। সেখানে গেলে তারা তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। পরে তার স্বামীই তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। স্ত্রীকে হাসপাতালে রেখে সে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পা বেগমের রিয়াদ নামের ৫ বছরের একটি ছেলে রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সম্পার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২০০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা