দ্বিতীয় দফা লকডাউন: দুইদিনে তালায় মামলা ১২টি, জরিমানা ১৫ হাজার টাকা প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ করোনা(কোভিড-১৯) ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কঠোর আইন নিয়ে মাঠে আছেন তালা উপজেলা প্রশাসন। সাধারণ মানুষকে ঘর মুখি ও সমাজিক দুরত্ব বজায় রাখতে গত দুই দিনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়। বৃহস্পতিবার(১৫ই এপ্রিল) লকডাউন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পোস্ট পয়েন্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকলেও কিছু কিছু ব্যবসায়ী দোকানের সার্টার বন্ধ করে পিছন দরজা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই অভিযোগে ভিত্তিতে লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। দুইদিনে তালা উপজেলায় ১২টি মামলা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের