কেশবপুরে বোমা বিষ্ফোরনে শিশু নিহত, মা-মেয়ে আহত, যুবলীগ নেতা আটক 

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
যশোরের কেশবপুরে  টং ঘরে  রেখে  যাওয়া বোমা বিষ্ফোরনে ঘটনাস্থলে আব্দুর রহমান নামে এক শিশু মারা গেছে। গুরুতর আহত  মা ও মেয়েকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । পুলিশ অভিযান চালিয়ে  টং ঘরের পাশ্ববর্তি এক  যুবলীগ নেতার ঘেরর টং ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ ফারুক হোসেন নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে।
 
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  চলাচলে অক্ষম স্বামীর অবর্তমানে কেশবপুর  উপজেলার  বাউশলা গ্রামের  মিজানুর  রহমানের  স্ত্রী নিলুফা বেগম প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার  সকালে বাড়ীর পাশ্ববর্তি  মাঠে যায় তাদের  স্যালো  মেশিনে পানি উঠছে কিনা তা দেখতে। এসময় টং ঘরে স্যালো মেশিনের পাশে পরিতাক্তবস্থায় একটি কৌটা পড়ে থাকতে দেখে সে কৌটাটি হাতে করে বাড়ীতে নিয়ে আসেন। দুপুরের দিকে নিলুফা, তার ছেলে আব্দুর রহমান ও মেয়ে মারুফা  মিলে কৌটাটি খোলার  চেষ্টাকালে সেটি বিষ্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে ছেলে আব্দুর রহমান (১০) নিহত হয়। মারাত্বকভাবে আহত হয় নিলুফা (২৭) ও  শিশু কন্যা মারুফা(৪)। প্রতিবেশীরা আহত মা-মেয়েকে মুমুর্ষবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করে। সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্থলের পাশ্ববর্তি এক  যুবলীগ নেতার ঘেরের টং থেকে  মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। পরে অভিযান চালিয়ে বোমার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক বাউশলা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।
 
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন, তিনি নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমার ঘটনার সাথে জড়িত সন্দেহে ফারুক হোসেন নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর