কেশবপুরে ৬শ ৩০ কৃষক পেলেন বিনামূল্যে ধানবীজ ও সার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১ | আপডেট: ৪:৩৬:অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

যশোরের কেশবপুরে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬৩০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই বীজ ও সার বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোহাম্মদ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস ও নজরুল ইসলাম খান।

উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, খরিপ মৌসুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬৩০ জন কৃষকদের প্রত্যেকের৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর