শ্যামনগরে খেলার সময় বিদ্যুতের তার ছিড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১ | আপডেট: ২:১৬:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুতের মেইন লাইনের তার আকস্মিক ছিড়ে গায়ে পড়ে আব্দুর রহমান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান ওই এলাকার গফুর গাজীর ছেলে। শুক্রবার ( ৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদরের চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু আব্দুর রহমানের পিতা গফুর গাজী জানান, তাদের বাড়ির পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন গেছে। সকালে আব্দুর রহমান বাড়ির উঠানে খেলা করছিল। এসময় হঠাৎ মেইন লাইনের তার ছিড়ে তার গায়ে পড়ে। এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের দাবিতে শ্যামনগরে বাইসাইকেল র্যালি