পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দু’জনকে ২দিনের জেল প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২১ | আপডেট: ১০:২৬:পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২১ পাইকগাছায় লকডাউনে সরকারী নির্শেনা উপেক্ষা করায় দু’জনকে দুই দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। লকডাউন পালনে বাধ্য করতে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখার দায়ে দুই জনকে দু’দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। লকডাউন পালনে সচেতনতার পাশাপাশি বাধ্য করতে কঠোর অবস্থান নেন। এসময় তিনি পৌরসভার জিরো পয়েন্টের দোকান্দার আব্দুস সামাদ ও আব্বাস আলীকে বার বার নিষেধ করার পরও অবাধ্য হওয়ায় ২ দিনের জেল দিয়েছেন। এদিকে লকডাউন বাস্তবায়নে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকি,পুলিশের এএসপি (ডি-সার্কেল) মোঃ হুমায়ুন কবির, থানার ওসি মোঃ এজাজ শফী পৌর বাজার মনিটরিং করার সময় সরকারী নির্দেশনার বাহিরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৬ কাঠ ব্যবসায়ী ও মালিকে আটক করেছেন। পরে তাদেরকে মানবিক দিক বিবেচনা করে প্রত্যেকে ১ বক্স করে মাস্ক কিনে বিতরন করার নির্দেশ দেন। অনেকেই সৃজনশীল সাজা হিসাবে মনে করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৩৬৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!