পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১ মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা পাইকগাছার কপিলমুনি বাজার সংলগ্ন কপোতাক্ষ পাড়ের সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা ও এক জনকে সাময়িক আটক করা হয়। জানা গেছে, এলাকার কয়েকজন ব্যক্তি কপিলমুনি বাজার সংলগ্ন কপোতাক্ষ পাড়ের সরকারি জায়গার উপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক উক্ত স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। পরে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষে কপিলমুনি বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা ও একজনকে সাময়িক আটক করেন। সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!