চুকনগরে র‌্যাবের অভিযানে ৬শ ৪৮ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

চুকনগরে র‌্যাবের অভিযানে ৬৪৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালায়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় জনৈক সমীর সরদারের বাড়ির সামনে থেকে ২ব্যক্তিকে আটক করা হয়। তারা নড়াইলের লোহাগড়া উপজেলার কুমাড় মেহেদী হাসান মিলন (৩২) এবং খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের জি এম তৈয়েবুর রহমান (৩৪)।এ সময় তাদের দেহ তল্লাশী করে ৬৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদক আইনে ডুমুরিয়া থানায় মামলা করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা