চুকনগরে করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের লিফলেট ও মাস্ক বিতরণ প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ | আপডেট: ১০:১০:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী সচেতনতার অংশ হিসেবে চুকনগরে সচেনতা মুলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে পুলিশ প্রশাসন। সোমবার(২২ মার্চ) বিকেল তিনটায় ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে চুকনগর বাসষ্ট্যান্ড সহ শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা এবং লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম প্রমুখ। সংবাদটি পড়া হয়েছে ৩০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি