সাতক্ষীরায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১ ‘মাস্ক পরার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে সাতক্ষীরায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২১ মার্চ) সকালে সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যোগে শহরের খুলনারোড মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এসময় মাস্ক বিহীন পথচারিকে মাস্ক ও জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি প্রমুখ। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার