পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১ খুলনার পাইকগাছায় ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচাই- বাচাই শেষে ৬শ’ ৯৩ জন প্রার্থীর মধ্যে ৩জন চেয়ারম্যান প্রার্থী, ১৭ জন সাধারণ সদস্য ও ৮জন সংরক্ষিত সদস্য সহ ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেল সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ এর কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। যাচাই-বাচাই শেষে ঋন খেলাপি ও প্রাপ্ত বয়স না হওয়ায় ১নং হরিঢালী ইউনিয়নে সাধারণ সদস্য ১, সংরক্ষিত ৩ জন। ২নং কপিলমুনি ইউনিয়নে সাধারণ সদস্য ২জন। ৩নং লতা ইউনিয়নে সংরক্ষিত ১জন। ৪নং দেলুটি ইউনিয়নে চেয়ারম্যান ২, সাধারণ ৩ ও সংরক্ষিত ১জন। ৫নং সোলাদানা ইউনিয়নে চেয়ারম্যান ১ ও সাধারণ সদস্য ২। ৬নং লস্কর ইউনিয়নে সাধারণ সদস্য ২। ৭নং গদাইপুর ইউনিয়নে সাধারণ সদস্য ২। ৮নং রাড়ুলি ইউনিয়নে সাধারণ সদস্য ৩জন। ৯নং চাঁদখালী ইউনিয়নে সাধারণ ২ ও সংরক্ষিত ২জন। ১০নং গড়ইখালী ইউনিয়নে সংরক্ষিত ১জন। সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!