পাইকগাছায় ঘেরা বেড়া দিয়ে ৩ পরিবার অবরুদ্ধ প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ | আপডেট: ১০:১৩:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ খুলনার পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে মারপিট, বাড়ী-ঘর ভাংচুর ও যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে ৩টি পরিবারকে অবরুদ্ধ রাখার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুরের জেলে পাড়ায়। অভিযোগে জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণু পদ বিশ্বাসদের সাথে যাতায়তের পথ ও জায়গা জমি নিয়ে প্রতিবেশী উজ্জল বিশ্বাসদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একারনে মঙ্গলবার দুপুরে প্রতিবেশি উজ্জল বিশ্বাসরা বিষ্ণুপদ বিশ্বাসদের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুপট করে। এসময় বাঁধা দেয়ায় তারা প্রিয়াংকা (১৬), কেয়া (২২) ও পার্বতীসহ কয়েকজনকে মারপিট করে আহত করে। তারা পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। পরে বিষ্ণুপদসহ ৩ পরিবারের যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এব্যাপারে প্রতিপক্ষ দীপক কুমার (ভুধর) বিশ্বাস বলেন, বিষ্ণু পদরা তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে। পথটি আমাদের জায়গায় আমরা বন্ধ করে দিয়েছি। তারা কোথা দিয়ে যাতায়াত করবে তা আমরা জানিনা। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!