প্রতিবন্ধী আল-আমিনকে আর্থিক সহায়তা দিলেন পাইকগাছার ইউএনও খালিদ হোসেন

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
প্রতিবন্ধী আল-আমিনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, পৃষ্ঠপোষকতা পেলে এরাও ঘুরে দাঁড়িয়ে হতে পারে দেশের সম্পদ। সুখী সমৃদ্ধিশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিবন্ধীদের উপেক্ষা কিংবা অবহেলা নয়, তাদেরকে দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এ জন্য সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বুধবার সকালে পাইকগাছার ক্ষুদ্র মানব প্রতিবন্ধী আল-আমিন এর পুনর্বাসনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এসব কথা বলেন। প্রসঙ্গত, আল-আমিন হচ্ছে এলাকায় বসবাসরত একমাত্র খাটো (ক্ষুদ্র) প্রতিবন্ধী।

 

ব্যবসা পরিচালনার মাধ্যমে আল-আমিনকে সমাজের মূল স্রোতধারায় আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও খালিদ হোসেন তাকে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে মহানুভবতার পরিচয় দেন।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা