চুকনগরে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেফতার প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ৭:৫৯:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ চুকনগরে ১জন সাজাপ্রাপ্ত ও ১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সৌরভ কুমার দাস ও সহকারী ইনচার্জ এএসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের আব্দুল মালেক সরদারের পুত্র সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলাম সরদারকে গ্রেফতার করা। এরপর উপজেলার চাকুন্দিয়া গ্রামের কাওসার আলীর পুত্র গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ২০১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু