কেশবপুর পৌরসভায় আ’লীগের প্রার্থী রফিকুল ইসলাম পুনরায় মেয়র নির্বাচিত

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
কেশবপুর পৌরসভায় নির্বাচিত মেয়র রফিকুল ইসলাম

২৮ ফেব্রুয়ারী পঞ্চমধাপে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপুর্ন পরিবেশে যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় প্রার্থীদের অনেক কষ্ট করতে হয়েছে পদ্ধতি বোঝাতে। পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোপ গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম নৌকা প্রতীকে পুণরায় ১১ হাজার ৮শ ৮৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস ২ হাজার ৩ শ ১৩ ভোট পেয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আতিয়ার রহমান (উটপাখি) , ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান (পানির বোতল), ৩ নং ওয়ার্ডে জি এম কবীর (উটপাখি), ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু (পানির বোতল), ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ (উটপাখি), ৬ নং ওয়ার্ডে মনোয়ার হোসেন (উটপাখি), ৭ নং ওয়ার্ডে কামাল খান (পাঞ্জাবি), ৮ নং ওয়ার্ডে আব্দুল হালিম মোড়ল (ডালিম) ও ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম এবাদত সিদ্দিক বিপুল (পানির বোতল) বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে খাদিজা খাতুন (জবাফুল), সংরক্ষিত ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছিয়া খাতুন (জবাফুল) ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্র্ডে আসমা খাতুন (চশমা ) বিজয়ী হয়েছেন ।

রোববার সকাল থেকে ভোট কেদ্র সমুহে ভোটারের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মোবাইল টীমসহ পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার প্রতিটি কেন্দ্রে মোতায়েন ছিলো। দু একটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মোটামুটি শান্তিপুর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রির্টাণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেন বলেন, কেশবপুর পৌরসভা নির্বাচন অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর