পাইকগাছায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ। পাইকগাছায় প্রথম বারের মত আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন শুক্রবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করে। জিরো পয়েন্ট থেকে শিববাটি ব্রিজ হয়ে কাটাখালী সড়ক হয়ে নজরুল ইসলামের ইট ভাটা পর্যন্ত ৫ কিলোমিটার প্রতিযোগিতার দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো সম্বলিত জার্সি পরে রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগিরা ম্যারাথনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রাজমিন আহম্মেদ প্রথম, নবকুমার ব্যানর্জী দ্বিতীয় ও আসিফ ইকবাল তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ওসি এজাজ শফি। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, গোলাম কিবরিয়া রিপন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক এস এম আলাউদ্দীন সোহাগ, ইলিয়াস হোসেন ও অনিতা রাণী মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল আজিজ ও প্রভাষক ময়নুল ইসলাম। সংবাদটি পড়া হয়েছে ৩৩০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা