কেশবপুরে পৌরসভা নির্বাচনে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করে চলেছেন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
রফিকুল ইসলাম (নৌকা), সামাদ বিশ্বাস (ধানের শীষ), আব্দুল কাদের (হাত পাখা)।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।  রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে । নির্বাচনে বর্তমান মেয়র, আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল (নৌকা), বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস (ধানের শীষ) ইসলামী আন্দোলনের আবদুল কাদেরকে (হাতপাখা) দলীয় প্রতীক বরাদ্দ করা হয়। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। ওয়ার্ড ভিত্তিক প্রতীক প্রাপ্তরা হলেন- সংরক্ষিত মহিলা  ওয়ার্ড-০১ কাউন্সিলর পদে মেহেরুন্নেসা (আনারস), খাদিজা খাতুন (জবা ফুল), মিসেস রাশিদা খাতুন (চশমা) ও মঞ্জুয়ারা বেগম (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড -০২  কাউন্সিলর পদে আছিয়া খাতুন (জবাফুল), আসমা খাতুন (আনারস), রুপা আইচ (টেলিফোন) ও শাহানা কবির (চশমা) এবং সংরক্ষিত-০৩  কাউন্সিলর পদে মনিরা খানম (জবাফুল), রিক্তা খাতুন (আনারস), মোছা তহমিনা পারভিন (বলপেন), আসমা খাতুন ( চশমা) ও জাহানারা খানম পেয়েছেন (টেলিফোন)।

 

পুরুষ ওয়ার্ড-১ কাউন্সিলর পদে  আতিয়ার রহমান রহমান (উটপাখি), লিটন গাজী (টেবিল ল্যাম্প) ও সোহেল হাসান আইদ (পানির বোতল)। ওয়ার্ড-২ কাউন্সিলর পদে মশিয়ার রহমান( পানির বোতল) ও হাবিবুর রহমান (উটপাখি)। ওয়ার্ড-৩ কাউন্সিলর পদে জামাল উদ্দীন পেয়েছেন (ফাইল কেবিনেট), আজিবর মোড়ল (গাজর), আব্দুর রাজ্জাক (টিউব লাইর্ট), জি এম কবির (উটপাখি), প্রদিপ চক্রবর্তী (ডালিম), মশিয়ার রহমান (ব্রিজ), কামরুজ্জামান (পানির বোতল), নাছির উদ্দীন (পাঞ্জাবি), মনিরুজ্জামান টেবিল ল্যাম্প), মোরশেদ আলী (ব্লাক বোর্ড) ও শওকত হোসেন (ঢেড়শ)। ওয়ার্ড-৪ কাউন্সিলর পদে আফজাল হোসেন বাবু (পানির বোতল), জাহাঙ্গীর আলম বিশ্বাস ( উটপাখি) ও কুতুব উদ্দীন বিশ্বাস (ডালিম)। ওয়ার্ড-৫ কাউন্সিলর পদে  বিশ্বাস শহীদুজ্জামান শহীদ (উটপাখি) ও মেহেদি হাসান (পানির বোতল)। ওয়ার্ড-৬ কাউন্সিলর পদে জাকির হোসেন (পানির বোতল), আনিছুর রহমান (পানজাবি) ও মনোয়ার হোসেন (উটপাখি)। ওয়ার্ড-৭ কাউন্সিলর পদে  কামাল খান পেয়েছেন (পাঞ্জাবি), আক্তারুজ্জামান (পানির বোতল), ওয়াজেদ খান ডাবলু (ডালিম) ও মানিক লাল সাহা (উটপাখি)। ওয়ার্ড-৮ কাউন্সিলর পদে মফিজুর রহমান (উটপাখি), খন্দকার মফিদুল ইসলাম (ব্রীজ), মিজানুর রহমান (পানজাবি), আব্দুল হালিম মোড়ল(ডালিম), আব্দুল গফুর মোড়ল ( ব্লাকবোর্ড),সেলিম খান (টেবিল ল্যাম্প) ও আমিনুর রহমান (পানির বোতল)।  ওয়ার্ড-৯ কাউন্সিলর পদে এবাদত সিদ্দিক বিপুল (পানির বোতল), আব্দুল বারিক বিশ্বাস (ব্রীজ) ও আবুল কালাম আজাদ (উটপাখি)। প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। শুরু হয়েছে ব্যাপক প্রচার  প্রচারণা।

 

প্রচার প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম মোড়লের প্রচারণা সবচেয়ে বেশি চোখে পড়েছে। বিএনপির প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস শনিবার প্রধান  নির্বাচনী অফিস উদ্বোধন করেন।  ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল কাদেরের প্রচার প্রচারণা হয়েছে। অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে প্রচারনা করছেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। কেশবপুর পৌরসভার ভোটারের সংখ্যা ২০ হাজার ৭২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর