পাইকগাছায় শিবসার চরভরাটি জমিতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চল প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১ | আপডেট: ৯:৫৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১ পাইকগাছার শিবসা নদীর চরভরাটি প্রায় ২৬ একর বনাঞ্চলকে ঘিরে গড়ে উঠছে বঙ্গমাতা ইকোপার্ক। উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া শিবসার জেগে ওঠা চরে গত কয়েক বছরে প্রাকৃতিকভাবে জন্ম হয়েছে কেওড়া, বাইন, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির সুন্দরবনাঞ্চলীয় বৃক্ষ। ইতোমধ্যে বনাঞ্চলকে ঘিরে পরিণত হয়েছে বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য। সুন্দরবনে না গিয়েও সুন্দরবনের সবুজ ঘণ অরণ্যে ঘেরা বুনো পরিবেশ। পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যের শিবসা। মাঝে নদীর বুক চিরে বয়ে চলা ছোট ছোট নৌকা সাথে আছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পাখির কিচির মিচির শব্দ। সব মিলিয়ে আয়োজন করেছে এক ব্যতিক্রমী পরিবেশ। ছায়া সুনিবিঢ় অপরুপ সৌন্দর্যে ঘেরা এলাকাটি আরো আগেই স্থানীয় পর্যটকদের আকৃষ্ট করেছে। অবসরে অনেকেই সময় কাটান সেখানে। বিস্তীর্ণ বনাঞ্চলকে ঘিরে সৌন্দর্য্য পিপাসুদের দীর্ঘ দিনের দাবি ছিল পার্ক স্থাপন। যাতে একদিকে যেমন স্থানীয় ও বাইরের পর্যটকদের অবসর বিনোদনের আবাস হবে। অন্যদিকে ইকোপার্কটিকে ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবন উপকূলীয় এলাকা হওয়ায় বিভিন্ন সময় জোয়ারের পানিতে শিবসা বয়ে ভেসে আসে নানা প্রজাতির সুন্দরবনের গাছের ফল এরপর আবহাওয়ার অনুকুল পরিবেশে প্রাকৃতিকভাবেই ঐ সকল ফল অঙ্কুরোদ্গম ঘটে শিবসার চরে। সর্বশেষ খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে উপজেলার শিবসা নদীর সোলাদানার বেতবুনিয়া সংলগ্ন চরভারটি ২৬ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে “বঙ্গমাতা ইকোপার্ক “। সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!