চুকনগরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৬০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

চুকনগরে র‌্যাবের অভিযানে অবৈধ পলিথিন উদ্ধার ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম এই জানান,র‌্যাব-৬ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

র‌্যাব-৬ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ নাদিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর শহরের বটতলা এলাকায় জনৈক দুলাল সরকারের ভাড়াটিয়া শম্ভু সাধুর গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত (৫৫ মাইক্রোনের কম পুরুত্ব সম্পন্ন) পলিথিন ২৮০ কেজি পলিথিন উদ্ধার করা হয়।

এ সময় বাংলাদেশ পরিবেশ আইন/১৯৯৫ (সংশোধিত)২০১০ এর ৬/ক ধারা অনুযায়ী শম্ভু সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।এছাড়া অপর এক অভিযানে স্থানীয় একটি ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর খুলনার সিনিয়র এএসপি মাহাবুবুল আলম এবং বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ মঈনুদ্দিনসহ র‌্যাব-৬ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা