কেশবপুরে সাজালের আগুনে কৃষকের ৫ পশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১ | আপডেট: ৫:৪৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
কেশবপুরে সাজালের আগুনে মৃত তিন গরু-দুই ছাগল।

যশোরের কেশবপুরে গোয়াল ঘরে মশা তাড়াবার সাজালের আগুনে ৫টি পশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩টি গরু ও ২টি ছাগল রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের কৃষক মাহমুদ আলী মোড়লের ছেলে আব্দুস সাত্তার মোড়ল প্রতিদিনের ন্যায় রাতে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে সাজাল দিয়ে ঘুমাতে যান। ভোর রাতে সাজাল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় গোয়াল ঘরে থাকা একটি এড়ে গরু, এড়ে বাছুরসহ একটি গাভী, দু’টি খাসি ছাগল ঘটনাস্থলে মারা যায়। মৃত পশুকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

এ ঘটনায় কৃষক আব্দুস সাত্তার মোড়ল শোক সইতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে তাকে স্যালাইন দেওয়া হয়েছে।

 

ইউপি সদস্য আবুল কাশেম মোড়ল জানান, কৃষক আব্দুস সাত্তার মোড়লের গোয়ালে সাজালের আগুন লেগে ক্ষয়ক্ষতি বিষয়টি শুনে সকালে দেখতে গিয়েছিলাম। ওই কৃষক এখন নিঃস্ব।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর