সরকারি নির্দেশনা উপেক্ষা করে পোনা আহরণ করায় ৯ জনকে জরিমানা

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ | আপডেট: ৮:১১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
পাইকগাছার শিব্সা নদীতে পোনা আহরণ করায় ৯ ব্যক্তিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে এলাকার নদ-নদী থেকে নির্বিচারে চলছে পোনা আহরণ। এতে এক একটি চিংড়ী পোনা আহরণ করতে গিয়ে ধ্বংস করছে অসংখ্য প্রজাতির জলজ প্রাণী। সম্প্রতি এলাকার শিব্সা, হাপর খালি ও কড়–লিয়া সহ বিভিন্ন নদ-নদীতে নেট জাল দিয়ে নির্বিচারে পোনা আহরণ করা হচ্ছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এমন অভিযোগের ভিত্তিতে রোববার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার সোলাদানা সংলগ্ন শিব্সা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পোনা আহরণ করায় ৯ পোনা আহরণকারী ব্যক্তির প্রত্যেককে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কোস্ট গার্ডের চিফ পেটী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান সিকদার, কানুনগো মোজাম্মেল হোসেন ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা