রেডিও নলতার সংবাদ বিভাগের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ | আপডেট: ১০:১৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
রেডিও নলতার সংবাদ বিভাগের সভায় বক্তব্য রাখছেন স্টেশান ম্যানেজার প্রভাষক সেলিম শাহরিয়ার।
সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও নলতা ৯৯.২” এফ এম -এর সংবাদ বিভাগের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রেডিও স্টেশন ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
রেডিও নলতার সংবাদদাতা জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, স্টেশান ম্যানেজার প্রভাষক সেলিম শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন, কবি ও সাংবাদিক ম জামান। সভায় সাতক্ষীরা সদর, ফিংড়ী, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর, তালা এবং বিভিন্ন ইউনিয়ন ও অঞ্চলের সংবাদদাতাগণ অংশ নেন।
 
সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের কিছু পরিকল্পনার কথা ও রেডিওকে আরও উন্নত করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার।
 
সভায় সংবাদ বিভাগের আওতায় রেডিওতে কিছু নতুন বিভাগ চালু, সংবাদের সময়বৃদ্ধি করা, রেডিও প্রোগ্রামকে আধুনিক পদ্ধতির সহায়তায় সহজে সকলের কাছে পৌছে দেওয়া, বার্ষিক বনভোজন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা