তালায় কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে মতবিনিময় সভা প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ | আপডেট: ১১:২৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ সাতক্ষীরার তালায় কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও ভাইস চেয়ারম্যান মহিলা মুরশিদা পারভীন পাঁপড়ি প্রমুখ। সংবাদটি পড়া হয়েছে ২২২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি তালায় অবৈধ সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান