পাইকগাছায় মোবাইল কোর্টে ৮ হাজার টাকা জরিমানা আদায় প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ | আপডেট: ১:২২:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ পাইকগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইএনও খালিদ হোসেন ও এসিল্যান্ড আরাফাতুল আলম। পাইকগাছায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় শতাধিক মটরসাইকেল আটক করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৬ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করে। বৈধ কাগজ পত্র থাকায় বাকীগুলো ছেড়ে দেয়া হয়েছে। একই সাথে শনিবার পৌর নির্বাচন শেষ না পর্যন্ত গাড়ী চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছেন। সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্রতিকূল আবহাওয়ায়ও পাইকগাছায় কাঁঠালের উৎপাদন ভাল পাইকগাছা গাঁজা গাছ সহ আটক- ১