প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমানের স্মরনসভা প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ | আপডেট: ১:৪৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ সাতক্ষীরায় প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরনসভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান খান আইনের ছাত্র না হয়েও অত্যন্ত সুন্দরভাবে আইন ও সংবিধান বিভিন্ন সমাধান দিয়ে গেছেন। তিনি প্রচুর লেখাপড়া করতেন। তিনি আইনের কোর্স না করেও অনেক কিছু দিয়ে গেছেন। বিশে^ যারা আইন প্রণয়ন করেছেন তারা কেউ আইনের ছাত্র ছিলেন না। তিনি আরও বলেন, মিজানুর রহমান খান তেমনি একজন মানুষ। তিনি অত্যন্ত সুক্ষভাবে আইনের বিভিন্ন সমাধান করে গেছেন। তার ব্যাখ্যার পর আর কোন ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল না। অনেক মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী। আবার অনেক মৃত্যু পাখির পালকের চেয়ে হালকা। সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী। প্রথিতযশা এই সাংবাদিকের অভাব পূরন হওয়ার নই। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। বক্তারা এ সময় তার বর্ণাঢ্য জীবন নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রথম আলোর প্রথিতযশা সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সাতক্ষীরা রিপোর্টাস ইউনিটির আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ নাজমুল স্মরনীস্থ অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার কনফারেন্স রুমে উক্ত স্মরন সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট অরুন ব্যানার্জীর সভাপতিত্বে স্মরন সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, হিন্দবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন শীল, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক কালেরচিত্রের মফস্বাল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি জাহিদা জাহান মৌ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান মাসুম। সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা