পাইকগাছায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে ইউএনও’র মতবিনিময় প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ | আপডেট: ১২:৫২:পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের পরীক্ষা প্রস্তুতি সম্পর্কিত দিক নির্দেশনা দিয়েছেন বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবকদের সাথে মতবিনিময়কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও করোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, শিক্ষক ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, রহমত আলী, দেবাশীষ সরদার, আব্দুল লতিফ শেখ, ইদ্রিস আলী, অভিভাবক উদয় কুমার সাধু, দেবজানী মন্ডল, তৈয়েবুর রহমান, অমরেশ মন্ডল, কেষ্টপদ মন্ডল, মাসুদুর রহমান, বাসন্তী দাশ, মাধুরী রানী সাধু ও প্রদীপ সরকার। সভায় ১৪জন ছাত্রকে নিয়ে গ্রুপ তৈরী, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের বাধ্যতামূলক অংশগ্রহণ, বিষয় ভিত্তিক অনলাইন কুইজ প্রতিযোগিতা ও গাইড টিচারদের সার্বিক মনিটরিং করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!