পাইকগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ | আপডেট: ১:৪৪:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
পাইকগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কমিটির সভাপতি ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, শিক্ষা কর্মকর্তা খান মোঃ আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, জয়া রাণী রায় ও শেফালি খাতুন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সভায় স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, পৌরসভার কর্মী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, বিদ্যুৎ ও পানি সহ জরুরি কাজে নিয়োজিত ব্যক্তি, জনসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সহ ভ্যাকসিন প্রাপ্তির পর যাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হবে তাদের তালিকা দ্রুত প্রণয়ন সহ করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা