কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ১০:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ কালিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে কামরুজ্জামান খোকন(৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত রমজান আলী গাইনের ছেলে। নিহত কৃষকের ভগ্নিপতি নান্নু মোড়ল জানান, তার শ্যালক কামরুজ্জামান মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ জমিতে সেচ দিতে যায়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পরিবারসহ স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানা অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৩০০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ