সাংবাদিক অনুজের মাতার ইন্তেকাল, রাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ১২:৫৫:পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ ছবি: সোনাবান বেগম(৭৫) সাংবাদিক আনোয়ার পারভেজ অনুজের মাতা রাজগঞ্জের চন্ডিপুর গ্রামের বাসিন্দা সোনাবান বেগম(৭৫) সোমবার রাত সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্রাহি ওয়া ইন্না ইলাহি রাজিউ। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন দুপুরে স্থানীয়ভাবে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয় মরহুমের। সাংবাদিক অনুজের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবিসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। সংবাদটি পড়া হয়েছে ২২২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য