পাইকগাছা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ, মেয়র ২ ও কাউন্সিলর পদে ৪৫ প্রার্থী প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ১২:৪৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার এম. মাজহারুল ইসলাম। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে দু’টি মেয়র পদ সহ ৪৭ টি পদে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন সিনিয়র জেলা রিটার্নিং কর্মকর্তা এম. মাহজারুল ইসলাম। নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর কে নৌকা ও সিপিবি মনোনীত প্রার্থী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কে কাস্তে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত কাউনন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউনন্সিলর পদে ৩৩ জন কে লটারির মাধ্যমে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। ১ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী হওয়ায় গাজী আলাউদ্দিন কে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন আহম্মেদ, উল্লেখ্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনি শারিরীক অসুস্থতা দেখিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান। নির্বাচনে মোট ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে। যার মধ্যে ১ নং ওয়ার্ডের কাউনন্সিলর পদে গাজী বজলুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কর্মকর্তা । সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা