পাইকগাছার স্কুল পড়ুয়া ছাত্রীর বিষ পানে আত্মহত্যা প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ১২:৫০:পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ পাইকগাছার ভিলেজ পাইকগাছায় ফারুক সরদারের স্কুল পড়ুয়া মেয়ে বিষ পানে আত্মহত্যা করেছে। রোববার রাত পৌনে ১২টায় বিষটোপ ফুরাডান খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে বলে নিহতের পিতা জানিয়েছেন। সে ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যলয়ের ১০ম শ্রেনির ছাত্রী। বিষটোপ খেয়ে চিৎকার করতে থাকলে পিতা-মাতা তার ঘরের ভিতর যেয়ে বিষ পানের বিষয়টা জানতে পেরে তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থার পরিবর্তন না হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডুমুরিয়া নামক স্থানে তার মৃত্যু হয়। স্থানীয় অনেকে জানায়, প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। ওসি এজাজ শফি জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনা এখনো জানা যায়নি। সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা