উন্নত দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নাই : সাংসদ আক্তারুজ্জামান বাবু

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ | আপডেট: ১১:২৭:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
পাইকগাছার ফাতিমাতুজ জোহরা(রাঃ) মহিলা মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলনে বক্তব্য রাখছেন আলহাজ্জ আক্তারুজ্জামান বাবু এমপি।

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, উন্নত দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নাই। এ জন্য শেখ হাসিনা সরকার শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে।

 

কওমী শিক্ষাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী ধর্মীয় শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমপি বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। এছাড়া দেশের সকল ইমাম, মুয়াজ্জিনকে সরকারিভাবে বেতন-ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আমি নিজেই সংসদে এ সংক্রান্ত কথা বলেছি। সরকারের এ কর্মসূচি বাস্তবায়িত হলে ইমাম-মুয়াজ্জিনদের আর কোন দুঃখ-দূরদশা থাকবে না। তারাও অন্যান্যদের ন্যায় উন্নত জীবন যাপন করার সুযোগ পাবে। তিনি বলেন, বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা সেখানে পিছিয়ে থাকতে পারি না। এ জন্য দেশের মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সুযোগ পায় সে ব্যবস্থা করতে হবে। মাদ্রাসায় অধ্যায়নরত ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় এরাও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারবে।

তিনি শনিবার দুপুরে পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন ফাতিমাতুজ্ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, জসিম উদ্দীন বাবু, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, আলহাজ্ব আব্দুল গণি সরদার, এমএম আজিজুল হাকিম, ইলিয়াস হোসেন, ইব্রাহীম শেখ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, জিএম শুকুরুজ্জামান, আলহাজ্ব বজলুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, আব্দুস সালাম, আলহাজ্ব মুরশাফুল আলম, আলহাজ্ব আব্দুল খালেক, জিএম কোরবার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতী দ্বীন মোহাম্মদ।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা