রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সালের পাঠ্যপুস্তক বিতরণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
মণিরামপুরের রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার।

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগনকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যপি ২০২১ সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের অংশ হিসেবে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বছরের প্রথম দিনে এবং শুক্রবার সবকারী ছুটির দিন হওয়া সত্বেও নতুন বই পাওয়ার আনন্দে উৎসব মুখর হয়ে ওঠে স্কুল গুলো। সবার চোখে মুখে ছিল নতুন বই পাওয়ার আনন্দ। চলমান করোনা কালীন সবাই স্বাস্থ্য সচেতন ভাবে বই বিতরণ উৎসবে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।

রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বই তুলে দেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহাবুবর রশিদ, প্রতিষ্ঠানের সভাপতি ও ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সহকারি শিক্ষক আঃ রশিদ, আফজাল হোসেন, মজিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর