তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ | আপডেট: ৬:৩৪:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন সভাপতি এসএম নজরুল ইসলাম। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় জাতীয় পার্টির (জাপা) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলনের পর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীনের নেতৃত্বে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়।এর আগে ভোর ৭টা হতে পবিত্র কোরআন খতম করা হয়। পতাকা উত্তোলন শেষে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন.ছাত্র নেতা বিএম জুলফিকার রায়হান, এসএম হাসান আলী বাচ্চু,র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সি:সহ সভাপতি কাজী কাশেম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এ্যাডভোকেট জিল্লুর রহমান। আরো বক্তব্য রাখেন সি:যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, এস.এম. জাহাঙ্গীর হাসান,মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান, জাপানেতা মোঃ হাশেম আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ জামাল উদ্দীন, মোঃ আবুল হাসান শেখ,আবুল বাশার, প্রভাষক মোঃ আবুবক্কর, মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা, শেখ মাসুদ হাসান মনি, ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, জাতীয় যুবসংহতীর সভাপতি সাধারন সম্পাদক শেখ আমিনুল ইসলাম,যুবসংহতি নেতা লিটন হুসাইন,বাহারুল মোড়ল,নেয়ামত মোড়ল,মতিয়ার রহমান,উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার,ছাত্রনেতা রিয়াদ হোসেন,সাগর মোড়ল,নাজমুল হুসাইন,যুদিষ্টি চক্রবর্ত্তী,জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির নেতা বিএম বাবলুর রহমান,উপজেলা তরুণ পার্টির সভাপতি ইউনুচ আলী,বাপ্পারাজ,জাতীয় কৃষক পাটির সভাপতি শেখ মহসিন উল্ল্যাহ, জাতীয় সৈনিক পাটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁ, জাতীয় ওলামাপাটি’র সভাপতি ডাঃ মোঃ ঈদ্রিস আলী, জাতীয় মৎস্যজীবী পাটির সভাপতি মোঃ আবু হায়াত নিকারী, জাতীয় স্বেচ্ছাসেবক পাটীর সভাপতি প্রাষক মোঃ কামরুল ইসলাম, জাতীয় মহিলা পাটির কাজী রেহেনা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। পার্টি ৯ বছর ক্ষমতায় থাকাকালীন সারাবাংলায় অবিস্মরনীয় উন্নয়ন করেছে। তার ১০ ভাগও পরবর্র্র্ত্তি সরকার করতে পারেনি। তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই এরশাদের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই উন্নয়ন ও সুশাসন ফিরে পেতে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চাই বাংলার জনগণ। আলোচনা সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল হতে হযরত আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু আলহাজ্জ হুসেইন মুহম্মাদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা তাওহীদুর রহমান। সংবাদটি পড়া হয়েছে ৩৫৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা