চুকনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ চুকনগরে মাদক মামলার সাজা প্রাপ্ত আসামী আটক। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ডুমুরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়,ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত আনছার আলী শেখের পুত্র লালু শেখ (৫০) মাদক মামলায় সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভ’ক্ত আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএমর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এএস আই আলমগীর হোসেন ও এএসআই মহিবুল্লাহ“র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে যশোর জেলার মনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী লালুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৩৪৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় নয়, এটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি