পাইকগাছার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ১২:২৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ পাইকগাছায় নবলোকের পক্ষ থেকে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পাইকগাছার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের পক্ষ থেকে স্কুল প্রস্তুতকরণ কার্যক্রমের অংশ হিসাবে ৬টি বিদ্যালয়ের অনুকূলে ১টি করে স্প্রে মেশিন, ১০ কেজি ব্লিচিং পাউডার, ১০ কেজি হুইল পাউডার, ৬ লিটার স্যাভলন, ১ জোড়া হ্যান্ড গ্লোভস ও ৪টি সোপি ওয়াটারের বোতল প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, রাশেদুল ইসলাম ও হাদিউজ্জামান। সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা