পাইকগাছায় নাতির দায়ের কোপে দাদী খুন প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ | আপডেট: ৭:০২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ ছবি: ইব্রাহিম খলিল। পাইকগাছায় নাতির (পৌত্রের) দায়ের কোপে দাদী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে। সোমবার দুপুরে কামরুল মোড়লের ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ (২১) তার দাদী নুরজাহান বিবি (৭০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ খলিল, তার পিতা কামরুল ও মা ফাতেমাকে আটক করেছে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় দাদী নুরজাহান রান্না ঘরে রান্না করছিল। এ সময় ইব্রাহিম খলিল বাইরে থেকে এসে তার দাদীকে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে। সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ওসি এজাজ শফী ও ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে সুরত হাল রিপোর্ট পূর্বক খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!