পাইকগাছায় কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৭:৪৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

পাইকগাছার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আট কিশোর অপরাধীকে পুলিশ আটক করে জেল-হাজতে পাঠিয়েছে। শনিবার রাত সাড়ে ১২ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মানিকতলার গোপালপুর গ্রামের ফজর গাজীর ছেলে ইব্রাহিম গাজী (১৭), সরল গ্রামের নুরালী গাজীর ছেলে ইকরামুল ইসলাম (১৫), গোপালপুর গ্রামের আকছেদ গাজীর ছেলে মেহেদী গাজী (১৮), আলিম সরদারের ছেলে রাসেল সরদার (১৬), মানিকতলার কামরুল সরদারের ছেলে সাব্বির সরদার (১৫), গোপালপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে জাহিদ গাজী (১৪), সরল গ্রামের মোমজেদ গোলদারের ছেলে মুন্না গোলদার (১৫), গোপালপুর গ্রামের মাহিন মোড়লের ছেলে মুন্না মোড়ল (১৮)। ওসি এজাজ শফী বলেন, এসব কিশোররা দীর্ঘদিন ধরে নানা অপরাধ মুলক কর্মকান্ড করে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসছে। শনিবার টহল পুলিশ তাদের গভীর রাতে পৌরসভার প্রধান সড়কে টাউন স্কুলের সামনে সন্দেহজনক চলাফেরা কালে তাদের আটক করে। থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নেত্রকোনা থেকে অপহৃত শিশু কন্যা পাইকগাছায় উদ্ধার : অপহরণকারী আটক

ময়মনসিংহের নেত্রকোনা থেকে অপহৃত এক শিশু কন্যাকে উদ্ধার সহ অপহরণকারীকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত ১০ টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অপহরণকারী কোমল ঋষির বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে ও অপহৃত শিশুকে উদ্ধার করে। কোমল খুলনার পাইকগাছার মামুদকাটি গ্রামের সুধাম ঋষির ছেলে। সে নেত্রকোনার পুর্ব হাতিয়া গ্রামে সেলুনির কাজ করত। এসময় ঐ এলাকার কুদ্দুস মিয়ার ১২ বছরের ছোট মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সুত্র ধরে তাকে ফুসলিয়ে গত ২৩ ডিসেম্বর পাইকগাছায় তার নিজ বাড়ীতে নিয়ে আসে। শিশুটিকে তার বাড়ীতে লুকিয়ে রেখে কপালে সিধুর, হাতে শাখা এবং কান ফুটিয়ে কানে সুতা পরিয়ে দেয়। বিষয়টি প্রতিবেশিরা পাশে পুলিশ ফাঁড়িতে জানালে ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। ওসি এজাজ শফী বলেন, শিশুটির অভিভাবকরা আসার পর আইনত ব্যাবস্থা নেয়া হবে। আপাতত তাদেরকে পুলিশ হেফাজাতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা