চুকনগরে উত্তরণের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
চুকনগরে উত্তরণের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ত্রান সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

খুলনার চুকনগরে করোনা ভাইরাস মোকাবেলায় দুঃস্থ ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে এবং দাতা সংস্থা লিন্ডে ও ইউনাইটেড ওয়ে এর সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ উপলক্ষে এক আলোচনা সভা উত্তরণ চুকনগর অফিসের ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

 

বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি ও এটিএন নিউজের উপজেলা প্রতিনিধি গাজী আব্দুল কুদ্দুস, উত্তরণের কর্মকর্তা মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাব্বু আলম সোহাগ, আলমগীর হোসেন, বুলবুল আহম্মেদ কাজল, মুস্তাফিজুর রহমান সোহাগ, কৌশিক সরকার প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা