গাঁজা পাওয়ার অপরাধে তালায় একজনকে তিন মাসের সাজা প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ সাতক্ষীরায় তালায় গাঁজা পাওয়ার অপরাধে হাশেম আলী সরদার (৫২) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। হাশেম আলী সরদার যশোর কেশবপুর উপজেলার মৃর্জাপুর গ্রামে মৃত আসমতুল্লাহ সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, তালা উপজেলার জেঠুয়া এলাকার থেকে গাঁজা সহ আটক করে পুলিশ। পরে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে তিন মাসের সাজা প্রদান করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৩৯৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা