সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হুমকি, থানায় ডায়েরী প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ | আপডেট: ৪:৫৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ সাতক্ষীরা পৌরসভার রসূলপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হুমকী-ধামকীর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি(নং-১৪৭৮, তারিখ ২১-১২-২০২০) করেছে। ডায়েরী সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রসূলপুর গ্রামের বাসিন্দা মােজাম্মেল হক সালেহ খান এর রসূলপুর মৌজায় ওয়ারেশসূত্রে পাওয়া ৩.৮৫ শতক জমি (যার এসএ খতিয়ান নং-২৯২, দাগ নং-১৩৬৮, হোল্ডিং নং-#৩৮০৮, মিউটেশন নং-৫০৬) সোমবার(২১ ডিসেম্বর) তাঁর বড় পুত্র মােঃ রাশেদ খান(২৯) ঐ জমিতে সীমানা পিলার স্থাপন করে। পরবর্তীতে রসুলপুর খাঁ পাড়া গ্রামের মৃত মোস্তফা খান এর পুত্র মােঃ আতিকুর রহমান ওরফে ছট্ট(৪৫) সেখানে উপস্থিত হয়ে হুমকি দেয় এবং সীমানা পিলার সরিয়ে নিতে বলে। এছাড়া বাড়ীর সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করতে উদ্যত হয়। তার জায়গা জমি দখল করে তাকে গ্রাম ছাড়া, ভিটা ছাড়াসহ তার নামে মিথ্যা মামলা দিয়ে জেল হাজত খাটাবে বলেও হুমকী দেয়। এমনকি তাঁকে রাস্তায় ফাঁকা পেলে হাত পা ভেঙ্গে দেওয়ারও হুমকিও প্রদর্শন করে। ভুক্তভোগী রাশেদ খান জানান, জোর পূর্বক জমি দখল এবং সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে মােঃ আতিকুর রহমান ওরফে ছট্ট এর বিরুদ্ধে। প্রশাসনের কাছে তিনি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি কামনা করেছেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৪৫৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে অবরোধ কর্মসুচি সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার