পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ | আপডেট: ১০:১১:অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, গাজী জুনায়েদুর রহমান, চিত্তরঞ্জন মন্ডল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আজাহার আলী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, শিক্ষা কর্মকর্তা খান মোহাঃ আলমগীর, মেডিকেল কর্মকর্তা শেখ আজিজ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়া রানী রায়, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, রাজু হাওলাদার ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম। সভায় গণ উপদ্রব্যের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ, ধান কাটাকে কেন্দ্র করে সংঘাত নিরসন, অবৈধভাবে বালু উত্তোলন, অতিথি পাখি শিকার, কয়লা ও টালি কারখানা বন্ধ, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটেজিং, সুদ কেন্দ্রিক আর্থিক লেনদেন, মোবাইলে জুয়া, থার্টি ফাস্ট নাইটে পটকা ও আতশ বাজি ফোটানো সাউন্ড বক্স ব্যবহার নিষিদ্ধ, বড়দিন ও ওয়াজ মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানে গণ জামায়েত পরিহার, শিবসা নদীতে বালু মহল ঘোষণার প্রস্তাব ও গ্রাম পুলিশ শূন্য পদে নিয়োগ প্রদান সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!