পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ পাইকগাছায় ঝূর্ণিঝড় আম্পানে দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর দিক নির্দেশনায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের পক্ষ থেকে দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৭৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা প্রদান করা হয়। সোমবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, স্টার্ট ফান্ডের মিল কো-অর্ডিনেটর ফারজানা আহম্মেদ, পার্টনারশিপ কো-অর্ডিনেটর মোঃ ফকরুল ইসলাম, কারিতাসের প্রোগ্রাম কর্মকর্ত লিংকন কস্তা, তৌহিদুল ইসলাম, আবু তাহের, ইউপি সদস্য রণধীর মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, আশিষ হালদার, চম্পক বিশ্বাস ও ইউপি সচিব নিরাপদ মল্লিক। সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা! পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা