পাইকগাছায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ | আপডেট: ১১:২৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় সম্পর্কে জনৈক মঈমুল ইসলাম বিপ্লব কর্তৃক ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌ-রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, দীপংকর মন্ডল, সালাউদ্দীন কাদের, সাহেব আলী, প্রসেনজিৎ, মুক্ত অধিকারী, ছাত্রলীগনেতা রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, সৌরভ ও তারিক। সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!